ওহমের সূত্রঃ নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট পরিবাহীর দুই প্রান্তের মধ্যকার বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যাস্তানুপাতিক। 

যদি কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য V হয় এবং স্থির তাপমাত্রায় পরিবাহীর ভেতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ I হয় তবে ওমের সূত্র অনুসারে সমীকরণটি দাঁড়াবেঃ I ∝ V

পরিবাহীর তড়িৎ পরিবাহিতা G একটি সমানুপাতিক ধ্রুবক। অর্থাৎ এটিকে আমরা I ∝ V এর ক্ষেত্রে ব্যবহার করলে দাঁড়াবে, I = GV 

পরিবাহীর তড়িৎ পরিবাহিতা G এর বিপরীত রাশি হচ্ছে রোধ। অর্থাৎ রোধ R = (1/G) কে উপরের সমীকরণে বসালে আমরা পাই, I = (V/R) 

অর্থাৎ ওহমের সূত্র দিয়ে বিভিন্ন সমীকরণ সমাধানের ক্ষেত্রে এবং সার্কিটের তড়িৎ বিষয়ক বিভিন্ন হিসাব করতে মূলত I = (V/R) বা V = IR সূত্রটিকে ব্যবহার করা হয়ে থাকে। এটি ওমের সূত্র নামেও অনেকের কাছে পরিচিত। নিম্নে আমরা ওমের সূত্র থেকে যেসকল বিষয় নির্ণয় করা যেতে পারে তা তুলে ধরছি। 

তড়িৎ প্রবাহ নির্ণয়ের সূত্র

ওহমের সূত্র অনুসারে তড়িৎ প্রবাহ নির্ণয়ের সূত্রটি হল I = (V/R) যেখানে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য V, প্রবাহিত তড়িৎ প্রবাহ I এবং রোধ R ধরা হয়। অর্থাৎ তড়িৎ প্রবাহ নির্ণয়ের সূত্রটি হল, তড়িৎ প্রবাহ = বিভব পার্থক্য / রোধ

বিভব পার্থক্য নির্ণয়ের সূত্র

ওহমের সূত্র অনুসারে বিভব পার্থক্য নির্ণয়ের সূত্রটি হল V = IR যেখানে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য V, প্রবাহিত তড়িৎ প্রবাহ I এবং রোধ R ধরা হয়। অর্থাৎ বিভব পার্থক্য নির্ণয়ের সূত্রটি হল, বিভব পার্থক্য = তড়িৎ প্রবাহ × রোধ

রোধ নির্ণয়ের সূত্র

ওহমের সূত্র অনুসারে রোধ নির্ণয়ের সূত্রটি হল R = (V/I) যেখানে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য V, প্রবাহিত তড়িৎ প্রবাহ I এবং রোধ R ধরা হয়। অর্থাৎ বিভব পার্থক্য নির্ণয়ের সূত্রটি হল, রোধ = বিভব পার্থক্য / তড়িৎ প্রবাহ

এখানে,

       I = কারেন্ট (অ্যাম্পিয়ার), 

      V = ভোল্টেজ বা বিভব (ভোল্ট), 

      G = পরিবাহী (সিমেন)

      R = রেজিস্ট্যান্স বা রোধ (ওহম)।

Hi I am Md Abdullah Al Muti, web design is my hobby. I like learning and teaching coding. facebook youtube email

Related Articles

0 Comments: