C Program দিয়ে অধিবর্ষ যাচাই করতে C Program - এর বেসিক স্ট্রাকচারের মধ্যে Variable Type int ব্যাবহার করতেে হবে। কারন float type variable ভাগফল দশমিকে দেখায় ভাগশেষ দেখায় না।
variable - এর value year ইনপুট নিবো তাই variable name year দিবো। তারপর leap years নির্ণয়ের জন্য যে প্রধান দুটি নিয়ম রয়েছে তা if এর কন্ডিশন হিসেবে যুক্ত করতে হবে। কন্ডিশন ঠিক হলে অধিবর্ষ হিসেবে প্রিন্ট করবে, কন্ডিশন ভুল হলে else এর পর অধিবর্ষ নয় প্রিন্ট করবে।
সমান বোঝাতে == ব্যাবহার করতে হয়। সমান নয় বোঝাতে != ব্যাবহার করা হয়। দুইটি কন্ডিশন একসাথে বসাতে && ব্যাবহার করা হয়।
C Program Easily Check Leap Years or Not:
অন্যভাবে একটি কন্ডিশনের মধ্যে আর একটি কন্ডিশন বসিয়ে। প্রথমে একটি কন্ডিশন যাচাই করবে, প্রথম কন্ডিশন সত্য হলে দ্বিতীয় কন্ডিশন চেক করবে আর ভুল হলে বাইরের else এর পরের অংশ প্রিন্ট করবে। আবার দ্বিতীয় কন্ডিশন চেক করে সত্য হলে leap Year হবে। সত্য না হলে } ভিতোরের else এর পরের অংশ প্রিন্ট করবে।
C Program Check Leap Years or Not: