Multiplication and Division of C Program - BD WebTeach

Md Abdullah Al Muti
0

C Program - এর বেসিক স্ট্রাকচারের মধ্যে Variable Type এবং Variable ডিকলার করতে হবে। গুনন করতে int এবং ভাগ করতে float ব্যাবহার করতে হয় ভাগফল দশমিকে পাওয়ার জন্য, তবে ভাগশেষ পেতে হলে float ব্যাবহার করা যাবেনা int ব্যাবহার করতেে হবে। তারপর variable name দিতে হবে। variable নাম হিসেবে যেকোনো নাম ব্যাবহার করা যাবে, তবে variable নামের শুরুতে সংখ্যা, মাঝে space এবং C Program এর personal property ব্যাবহার করা যাবেনা। তারপর variable এর মান দিতে হবে বা ইউজার ইনপুট নিতে হবে।

C Program Multiplication and Division without User Input:


variable - এর value ইউজার ইনপুট নিতে scanf এর মধ্যে variable type এবং variable নামের আগে & দিতে হয়।

  • গুনের জন্য * চিহ্ন ব্যাবহার করতে হয়। 
  • ভাগ ফলের জন্য / চিহ্ন ব্যবহার করতে হয়। 
  • ভাগ শেষের জন্য % চিহ্ন ব্যবহার করতে হয়।

C Program Addition and Subtraction by input value:

  • float type এর মধ্যে int type variable নিলে ভাগফলের দশমিকের পরে শুধু শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা দেখাবে না। অর্থাৎ সঠিক মান পাওয়া যাবে না 
  • int type এর মধ্যে float type variable নিলে ভাগশেষ error আসে, এবং float এর মধ্যে float type variable নিলেও ভাগশেষ error আসবে।
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !