C Program - এর বেসিক স্ট্রাকচারের মধ্যে Variable Type এবং Variable ডিকলার
করতে হবে। character টাইপের জন্য char, পূর্ণ সংখ্যার জন্য int এবং দশমিক বা
ভগ্নাংশের জন্য float টাইপ দিতে হবে। তারপর variable name দিতে হবে। variable নাম হিসেবে
যেকোনো নাম ব্যাবহার করা যাবে, তবে variable নামের শুরুতে সংখ্যা, মাঝে space এবং C
Program এর personal property ব্যাবহার করা যাবেনা। তারপর variable এর মান দিতে হবে
বা ইউজার ইনপুট নিতে হবে।
C Program Addition and Subtraction without User Input:
integer type - প্রিন্ট করাতে printf এর মধ্যে %i এবং %d এবং variable name দিতে হয়, দশমিক বা ভগ্নাংশ প্রিন্ট করাতে %f অথবা %d সাথে double ব্যাবহার করতে হয় এবং variable name দিতে হয়।
C Program Addition and Subtraction by input value:
variable - এর value ইউজার ইনপুট নিতে scanf এর মধ্যে variable type এবং variable নামের আগে & দিতে হয়।