Anti Adblock Script for Blogger - BD WebTeach

Md Abdullah Al Muti
0

Anti Adblock Script কেনো প্রয়োজন

আমরা অনেক টাকা খরচ করে ওয়েবসাইট তৈরি করি, অনেক কষ্ট করে Content তৈরি করি, কিন্তু আমাদের একমাত্র আয়ের উৎস এ্যাডসেন্স। Ads blocker ব্যাবহার করায় আমাদের ওয়েবসাইটে আর কোনো Ads দেখায় না, তাই আমাদের একমাত্র আয়ের উৎসটিও বন্ধ হয়ে যায়। তাই Anti Adblock Script ব্যাবহার করা অত্যন্ত জরুরি। কারণ Anti Adblock Script ব্যাবহার করলে ads block করে visitors আমাদের Content দেখতে পারবে না, Ads bloker Disable করতে বলবে। তারপর Visitor Ads blocker Disable করে Refresh করে আমাদের Content দেখতে পারবে। আর আমরাও আমাদের পারিশ্রমিক থেকে বঞ্চিত হবো না।

Blogger - এ Anti Adblock Script কিভাবে যুক্ত করবেন

wordpress website এ plugin - এর সাহায্য নিয়ে সবকিছু সহজেই করা যায় কিন্তু blogger website - এ সেই সুযোগ নেই, তবে অসম্ভব নয় blogger website - এ script বা code ব্যাবহার করে সেটি করতে হয়। Anti Adblock Script টি তিনটি ধাপে blogger website - এ যুক্ত করতে হয়।

প্রথম ধাপঃ

প্রথমে নিচের কোডটি copy করে Theme এর </body> উপর পেস্ট করুন।

দ্বিতীয় ধাপঃ

উপরের কোড এর postBody এইখানে আপনার পোস্ট ডিভিসনের আইডি দিন যেমনঃ post-body, Post-Body, আপনার যদি পোস্ট ডিভিসনে id না থেকে class থাকে তাহলে একটি id create করুন। যেমনঃ <div class='post-body' id='postBody'>

তৃতীয় ধাপঃ

তারপর </b:skin> এর উপরে নিচের কোডটি past করে Save করুন


আপনার কাজ Complete, আশাকরি আপনারা </body> ট্যাগ </b:skin> ট্যাগ এবং নির্দিষ্ট সেকশনের ডিভিসন, ক্লাস এবং আইডি খুজে বের করতে পারেন, যদি না পারেন তাহলে এখানে ক্লিক করে শিখে নিন। ধন্যবাদ সবাইকে...

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !