Calculation of Area and Circumference with C Program - BD WebTeach

Md Abdullah Al Muti
0

C Program দিয়ে বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধি নির্ণয় করতে C Program - এর বেসিক স্ট্রাকচারের মধ্যে Variable Type float ব্যাবহার করতেে হবে। কারন পাই এর মান দশমিকে, তাই সঠিক উত্তর পেতে হলে দশমিক হিসেব করতে হবে এবং এর উত্তরও দশমিকে আসতে পারে। দশমিক প্রিন্ট করতে variable type float ব্যাবহার করতে হয়।

variable - এর value হিসেবে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ব্যাসার্ধ input নিবো তাই variable name r নিই। তারপর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের জন্য rsquare variable নিয়ে ব্যাসার্ধকে বর্গ করি। তারপর pi variable নিয়ে পাই এর মান দিই। এখন যেহেতু আমরা ক্ষেত্রফল বা area নির্ণয় করবো সেজন্য area variable নিই। এবং পরিধি নির্ণয়ের জন্য circumference variable নিয়ে সূত্র প্রয়োগ করি।

C Program calculation area and circumference without user input:

বৃত্তের ক্ষেত্রফল ও পরিধি নির্ণয়ের জন্য আমাদের বৃত্তের ব্যাসার্ধ জানতে হবে। বৃত্তের ব্যাসার্ধ জানতে পারলে আমরা সূত্রের সাহায্যে ক্ষেত্রফল এবং পরিধি নির্ণয় করতে পারবো।

ক্ষেত্রফল ও পরিধি নির্ণয়ের সূত্রঃ
  • ক্ষেত্রেফল = পাই × ব্যাসার্ধ
  • পরিধি = ২ × পাই × ব্যাসার্ধ।

C Program calculation area and circumference with user input:

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !