শয়তান আল্লাহর নিকট তার ইবাদতের জন্য যে প্রতিদান চেয়েছিলো

Md Abdullah Al Muti
0

শয়তান আল্লাহর নিকট তার ইবাদতের জন্য যে প্রতিদান চেয়েছিলো, এবং মহান আল্লাহ তায়ালা শয়তানকে যে বিশেষ ক্ষমতা দান করেছেন।


ইবলিশ শয়তান ৯ লক্ষ ৫০ হাজার বছর আল্লাহর ইবাদত করেছিল। ইবলিশ আল্লাহর আদেশ অমান্য করে নিজের শ্রেষ্ঠত্বের গর্ব বা অহংকার পোষণ করেছিলো। তাই তাকে যখন শয়তান বলে আরশ থেকে নিক্ষিপ্ত করা হচ্ছিল তখন সে বলেছিল আমি যে এতো বছর আপনার ইবাদত করেছি এর পরিবর্তে আমাকে কিছু ক্ষমতা দান করুন এবং দুনিয়ায় বসবাসের জায়গা করে দিন।

আল্লাহ যখন ইবলিশকে জান্নাত থেকে বের করে দেন তখন শয়তান যে চারটি ক্ষমতা জন্য আবেদন করে। তা হলো-
  • আমাকে কিয়ামত পর্যন্ত জীবন লাভ। আল্লাহ তার এ প্রার্থনা কবুল করেন। আল্লাহর বাণী, ‘ইবলিস বলল, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন, আল্লাহ তাআলা বললেন, তুমি সুযোগপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।’ (সুরা : আরাফ, আয়াত : ১৫)
  • আমার জীবিকার ব্যবস্থা করতে হবে। এ আবেদনও কবুল করা হয়।
  • আমাকে মানুষের দৃষ্টিশক্তির অন্তরাল হওয়ার সুযোগ দিতে হবে। এটিও কবুল করা হয়।
  • আমি যেন মানবদেহের শিরা-উপশিরায় চলাচল করতে পারি।
মহান আল্লাহ তায়ালা শয়তান কে এই চারটি ক্ষমতা দান করেন।

শয়তানের চাওয়া আরো কিছু নিত্যপ্রয়োজনীয় উপাদান যা মহান আল্লাহ তায়ালা তাকে দান করেছেন

❝শয়তানঃ হে আল্লাহ আপনি আমাকে পৃথিবীতে মারদুদ হিসেবে নিক্ষেপ করেছেন আমার জন্য একটি ঘর বানিয়ে দিন❞,,,,,,,, 

❝আল্লাহ পাক বলেনঃ তোমার ঘর হাম্মাম খানা❞,,,,,

 ❝শয়তানঃ একটি বসার জায়গা দিন❞..

❝আল্লাহ পাক বলেন,, তোমার বসার জায়গা বাজার ও রাস্তা❞,,,,,,,

 ❝শয়তানঃ আমার খাওয়ার প্রয়োজন❞

❝আল্লাহ পাক বলেন,, তোমার খাদ্য হলো, হাড়, গোবর ইত্যাদির ঘ্রাণ ও বিসমিল্লাহবর্জিত খাদ্য।❞,,,,,,

❝শয়তানঃ আমার পানীয় প্রয়োজন❞

❝আল্লাহ পাক বলেন,, নেশাদ্রব তোমার পানি❞

 ❝শয়তানঃ আমার দিকে আহবান করার কোন মাধ্যম দিন❞..........

❝আল্লাহ পাক বলেনঃ নাচ-গান, বাদ্য-বাজনা তোমার দিকে আহবান করার মাধ্যম❞.....

❝শয়তানঃ আমাকে লিখার কিছু দিন❞

❝আল্লাহ পাক বলেনঃ শরীরে দাগ দেওয়া উল্কি ট্যাটু অংকন করা❞,,,,,,

❝শয়তান: আমাকে কিছু কথা দিন❞......

❝আল্লাহ পাক বলেন,, মিথ্যা বলা তোমার কথা❞,,,,

❝শয়তান: আমাকে কিছু বার্তাবাহক দিন❞......

❝আল্লাহ পাক বলেন,, তোমার বার্তাবাহক গণক❞,,,,

❝শয়তান: আমাকে কিছু কিতাব দিন❞......

❝আল্লাহ পাক বলেন,, তোমার কিতাব মনগড়া কাল্পনিক অশ্লীল বই❞,,,,

❝শয়তানঃ মানুষকে বন্দি করার জন্য একটি জাল ফাদ দিন❞....

 ❝আল্লাহ পাক বলেন তোমার জাল ফাদ হলো বেপর্দা নারী❞

❝রেফারেন্স: তাবরানী অধ্যায়, মাজমাউজ্জা ওয়ায়েদ,
হাদিস❞ নংঃ ২/১১৯

শিক্ষাঃ মহান আল্লাহ তায়ালার শয়তানকে ক্ষমতা দিয়েছেন আমাদের বিভ্রান্ত করার, এবং আমাদের পাপাচারে লিপ্ত করার। মহান আল্লাহ তায়ালার শয়তানের ধোঁকা থেকে দূরে থাকার জন্য আমাদের পবিত্র কোরআন এবং আমল দিয়েছেন। যার দ্বারা আমরা শয়তানের থেকে দূরে থাকতে পারি। যদিও আমরা অজ্ঞতাবশত পাপাচারে লিপ্ত হই, মহান আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইলে আল্লাহ্ ক্ষমা করে দিবেন।

আসুন শয়তানের ক্ষমতা এবং শয়তানের সকল প্রচেষ্টাকে ব্যার্থ করে দিতে শয়তানের জন্য নির্ধারিত স্থান দ্রুত বর্জন করি, শয়তানের খাদ্য এবং পানীয় পরিহার করি এবং শয়তানের ফাঁদে পা না দিয়ে, বেশি বেশি মহান আল্লাহ ইবাদত করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল করি। শয়তানের কবল থেতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি, এবং মহান আল্লাহর কাছে বেশি বেশি তওবা করি।
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !