মহাগ্রন্থ পবিত্র কোরআন সম্পর্কিত প্রশ্ন উত্তর এবং কিছু তথ্য
কোরআন সমগ্র মানব জাতির জীবন বিধান, কোরআনে শুধু মানুষ নয় উদ্ভিদ, পশুপাখি, পৃথিবী এবং মহাবিশ্বের অতি ক্ষুদ্র থেকে বিশাল সবকিছুরই বর্ননা করা হয়েছে।
১| কোরআনের কি, এর লেখক কে?
উত্তরঃ কোরআন আমাদের জীবন বিধান। এর লেখক মহান আল্লাহ। হযরত মুহাম্মদ সাঃ এর উপর নাযিল করা হয়েছে। সাহাবীরা এটিকে লিপিবদ্ধ করে সংরক্ষণ এবং প্রচার করেছেন।
২| মহান আল্লাহ তায়ালা কোন নবীর উপর কোরআন নাযিল করেছেন?
উত্তরঃ মহান আল্লাহ তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ সাঃ এর উপর কোরআন নাযিল করেছেন।
৩| সম্পূর্ণ কোরআন অবতীর্ণ হতে কতো সময় লেগেছিল?
উত্তরঃ দীর্ঘ তেইশ বছর।
৪| কোরআনের প্রথম আয়াত কবে কোথায় অবতীর্ণ হয়?
উত্তরঃ কুরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয় ৬০৯ খ্রিষ্টাব্দের ২২ ডিসেম্বর। হযরত মুহাম্মদ সাঃ এর হেরা গুহায় অবস্থানকালে ।
৫| মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর কতো বছর বয়সে সম্পূর্ণ কোরআন অবতীর্ণ হয়?
উত্তরঃ ৪০বছর বয়সে।
৬| মহান আল্লাহ তাআলা কোন ফেরেশতার মাধ্যমে পবিত্র কোরআন অবতীর্ণ করেন?
উত্তরঃ হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম।
৭| কোন সাহাবী হযরত মুহাম্মদ সাঃ এর সময়ে অহি লিখতেন?
উত্তরঃ যায়েদ ইবনে সাবিত।
৮| পবিত্র কুরআনের সূরার সংখ্যা কতো টি?
উত্তরঃ ১১৪ টি।
৯| পবিত্র কোরআনের আয়াত সংখ্যা কতো টি?
উত্তরঃ পবিত্র কোরআনের আয়াত বা পঙ্ক্তি সংখ্যা ৬,৬৬৬ টি; মতান্তরে ৬,২৩৬ টি।
১০| সূরা শব্দের অর্থ কি?
উত্তরঃ "সূরা" শব্দটি আরবী সূর (নগর প্রাচীর) হতে গৃহীত একবচনজ্ঞাপক (আকার) যোগ করিয়া বহুবচন করা হয়েছে।
১১| আয়াত কি?
উত্তরঃ আয়াত আরবি শব্দ, এর সাহিত্যিক অর্থ নিদর্শন। সূরার ক্ষুদ্র ক্ষুদ্র নির্দিষ্ট অংশকে আয়াত বলা হয়।
১২| মাক্কী সূরা কতো টি?
উত্তরঃ মাক্কী সূরা ৮৬ টি।
১৩| মাদানী সূরা কতো টি?
উত্তরঃ মাদানী সূরা ২৮ টি।
১৪| কোরআন কখন বইয়ের আকারে লিপিবদ্ধ করা হয়?
উত্তরঃ মুহাম্মাদ এর জীবদ্দশায় তার তত্ত্বাবধানে প্রথম পূর্ণ কুরআন লিপিবদ্ধ হয়। কিন্তু এগুলো এক জায়গায় একত্রিত করা হয়নি। ইয়ামামার যুদ্ধে সত্তর জন হাফেজে কুরআন শাহাদাত বরণ করেন। কোরআনের বিলুপ্ত হওয়ার আশঙ্কা থেকে কোরআন বই আকারে লিপিবদ্ধ করা হয়।
১৫| কয় ভাবে কুরআন সংকলন করা হয়?
উত্তরঃ কুরআন সংকলন করার ব্যাপারে দুটি পদ্ধতি অবলম্বন করেন। একটি হলো-কুরআনের আয়াতটি সংশ্লিষ্ট সাহাবা মুখস্থ বলবেন, অপরটি হলো তিনি মুহাম্মাদ এর সময়ে লিখিত ঐ আয়াতটি প্রদর্শন করবেন। বহু যাচাই বাছাই করার পর সাহাবায়ে কেরামের নিকট রক্ষিত মুহাম্মাদ এর জীবদ্দশায় লিখিত বিভিন্ন পাণ্ডুলিপি থেকে কুরআন লিপিবদ্ধ করেন।
১৬| সউফ কি?
উত্তরঃ সাহাবায়ে কেরামের নিকট রক্ষিত মুহাম্মাদ এর জীবদ্দশায় লিখিত বিভিন্ন পাণ্ডুলিপি থেকে সে সময়ের আবিষ্কৃত বিশেষ কাগজে গ্রন্থাকারে কুরআন লিপিবদ্ধ করা হয় যা সউফ নামে পরিচিত।
১৭| প্রথম কোরআন কার হেফাজতে রাখা হয়?
উত্তরঃ প্রথম লিপিবদ্ধ কুরআনটি হযরত আবু বকর রাঃ এর তত্ত্বাবধানে রাখা হয়। তার ওফাতের পর এটি হযরত ওমর রাঃ এর হেফাজতে থাকে। তার শাহাদাতের পর তারই ওসিয়ত অনুসারে কুরআনের এ প্রতিলিপিটি মুহাম্মাদ এর স্ত্রী বিবি হাফসা রাঃ এর নিকট গচ্ছিত থাকে।
১৮| কে কখন সর্বশেষ কুরআন সংকলনের সিদ্ধান্ত গ্রহণ করেন?
উত্তরঃ হযরত উসমান আঃ হিজরি ২৪ সালে শেষবারের মতো কুরআন সংকলনের এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
১৯| হযরত উসমান আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের ভিন্নতা দেখে কতো জনের বোর্ড গঠন করেন।
উত্তরঃ চার জনের।
২০| হযরত উসমান আঃ কে কোরআন সংকলনে সাহায্যকারী সাহাবীগণের নাম কি?
উত্তরঃ যায়েদ ইবনে সাবিত, আব্দুল্লাহ ইবনে যুবাইর, সাইদ ইবনুল আস, আব্দুর রহমান ইবনে হারিস।
২১| কোরআনের শেষ সংকলন করা হয় কিভাবে?
উত্তরঃ হযরত হাফসা রাঃ এর নিকট সংরক্ষিত মূল কপিটি সংগ্রহ করে।
২২| হযরত উসমান আঃ এর সময় কোরআনের কয়টি প্রতিলিপি তৈরি করা হয়?
উত্তরঃ ৭ টি।
২৩। কোরআনের উচ্চারণ এবং কোন ভাষায় প্রতিলিপি তৈরি করা হয়?
উত্তরঃ কুরাইশি উচ্চারণ ও ভাষায়।
২৪| কোরআনের ৭ টি প্রতিলিপি কোথায় কোথায় প্রেরণ করা হয়?
উত্তরঃ মক্কা, শাম, ইয়েমেন,বাহরাইন, বসরা ও কুফা প্রদেশে একটি করে প্রেরণ করা হয়।আর রাজধানী মদিনাতে একটি কপি রাখা হয়।
২৫| মানজিল কি?
উত্তরঃ হিজ্ব বা মানজিল হচ্ছে কুরআনের প্রথম সূরা (সূরা ফাতিহা) ব্যতীত অন্য সূরাগুলো নিয়ে করা একটি শ্রেণি।
২৬| কোরআনের সূরা গুলোকে কয়টি মানজিলে একত্রিত করা হয়েছে?
উত্তরঃ ৭ টি।
২৭| কোরআনে মোট কয়টি পারা আছে?
উত্তরঃ ৩০ টি।
২৮| প্রথম কোরআনের বঙ্গানুবাদ করেন কে, কতো সালে?
উত্তরঃ মৌলভী নঈমুদ্দীন, ১৮৩৬ সালে।
২৯| প্রথম কোরআনের বঙ্গানুবাদ প্রকাশ করেন কে, কতো সালে?
উত্তরঃ বাবু গিরিশচন্দ্র সেন, ১৮৮৬ সালে।
৩০| প্রথম কোরআনের বঙ্গানুবাদের কাজ কতো সালে কে শুরু করেন?
উত্তরঃ মাওলানা আমীরুদ্দীন বসুনিয়া, ১৮০৮ সালে।
৩১| কোরআনের প্রথম সূরা কোনটি?
উত্তরঃ সূরা ফাতিহা।
৩২| কোরআনে শেষ সূরা কোনটি?
উত্তরঃ সূরা আন্ নাস।
৩৩| কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি?
উত্তরঃ সূরা আল বাকারা।
৩৪| কোরআনের সবচেয়ে বড় সূরার আয়াত সংখ্যা কতো টি?
উত্তরঃ ২৮৬ টি।
৩৫| কোরআনের সবচেয়ে ছোটো সূরার নাম কি?
উত্তরঃ সূরা আল কাওছার।
৩৬| কোরআনের সবচেয়ে ছোট সূরার আয়াত সংখ্যা কয়টি?
উত্তরঃ ৩ টি।
৩৭| কোরআনের কোন সূরা বিসমিল্লাহির রাহমানির রাহীম ব্যাতীত শুরু হয়?
উত্তরঃ সূরা তাওবা।
৩৮। কোরআনের কোন সূরায় ২ বার বিসমিল্লাহির রাহমানির রাহীম রয়েছে?
উত্তরঃ সূরা আন নামল।
৩৯| কোরআনের এক আয়াত বিশিষ্ট সূরা কোনটি?
উত্তরঃ আয়াতুল কুরসী।
৪০| সূরা আল কাউসার কোরআনের কতো নাম্বার সূরা।
উত্তরঃ ১০৮ নাম্বার।
৪১| পবিত্র কোরআনের সর্বপ্রথম অবতীর্ণ হওয়ার আয়াত কোনটি?
উত্তরঃ সূরা আলাকের ১ম পাঁচ আয়াত।
৪২| পবিত্র কোরআনের সর্বশেষ অবতীর্ণ হওয়ার আয়াত কোনটি?
উত্তরঃ সর্বশেষ অবতীর্ণ আয়াত সম্পর্কে মতভেদ থাকলেও সর্বাধিক প্রসিদ্ধ মত হ’ল- সূরা বাক্বারাহর সর্বশেষ ২৮১ নং আয়াত।
৪৩| পবিত্র কোরআনে প্রাণীর নামে কয়টি সুরা রয়েছে?
উত্তরঃ ৬ টি।
৪৪| কোরআনে প্রাণীর নামে কোন কোন সূরা এসেছে?
উত্তরঃ ২. আল বাকারা (বকনা-বাছুর), ৬. আল আনআম (গৃহপালিত পশু), ১৬. আন নাহল (মৌমাছি), ২৭. আন নামল (পিপীলিকা), ২৯. আল আনকাবূত (মাকড়শা), ১০৫. আল ফীল (হাতি)৷
৪৫| পবিত্র কোরআনে যবর এর সংখ্যা মোট কয়টি?
উত্তরঃ পবিত্র কোরআনে জবর এর সংখ্যা মোট ৫২ হাজার ২৩৪ টি।
৪৬| পবিত্র কোরআনে যের এর সংখ্যা মোট কয়টি?
উত্তরঃ পবিত্র কোরআনে জের এর সংখ্যা মোট ৩৯ হাজার ৫৮২ টি।
৪৭| পবিত্র কোরআনে পেশ এর সংখ্যা মোট কয়টি?
উত্তরঃ পবিত্র কোরআনে পেশ এর সংখ্যা মোট ৮ হাজার ৮০৪ টি।
৪৮| পবিত্র কোরআনে তাশদীদ এর সংখ্যা মোট কয়টি?
উত্তরঃ রবিত্র কোরআনে তাশদীদ এর সংখ্যা মোট এক হাজার ৪৫৩ টি।
৪৯| পবিত্র কোরআনে মোট কতটি রুকু আছে?
উত্তরঃ পবিত্র কোরআনে মোট ৫৫৪ টি রুকু আছে।
৫০| পবিত্র কোরআনে সর্ব মোট হরফ কতটি?
উত্তরঃ পবিত্র কুরআনে মোট ৩,৫০,১২৭ টি হরফ আছে।
৫১| সূরা অবতীর্ণ হওয়ার পেক্ষাপট কে কি বলা হয়?
উত্তরঃ শানে নুযূল।
উত্তরঃ শানে নুযূল।
Hi give more information
ReplyDelete