কেনো সিলেক্টর Disable করা খুবই জরুরী
আমরা অনেক পরিশ্রম করে অনেক সময় ব্যায় করে content লিখি, সেই কন্টেন্ট অনেকে খুব সহজে copy past করে পোস্ট করে। এতে করে তারা খুব সহজেই জনপ্রিয়তা পায় কিন্তু আমরা এতো কষ্টো করেও কোনো visitors পাই না। সিলেক্টর অপশন ডিজেবল করলে করলে কেউ আমাদের লেখা কন্টেন্ট সিলেক্ট করে সহজে কপি করতে পারবে না। তবে রাইট করে এটি কপি করতে পারবে। কিভাবে রাইট ক্লিক পেইজ সোর্স ডিসেবল করবেন জানতে এখানে ক্লিক করুন।
কিভাবে সিলেক্টর Disable করতে হয়
নিচের কোডটি copy করে theme এর edit html এ গিয়ে code এর মধ্যে যেকোনো জায়গায় ক্লিক করুন। তারপর ctrl + f ক্লিক করে </b:skin সার্চ করুন তারপর </b:skin এর উপরে কোডটি pastট করে save করুন
এখন আর কোনো কিছুই সিলেক্ট হবেনা, কিন্তু আপনি চাচ্ছেন কোনো একটা অংশ সবাই সিলেক্ট করে কপি করতে পারুক তাহলে যা করবেন।
কিভাবে নির্দিষ্ট কোনো অংশের জন্য সিলেক্টর Enable রাখবেন
নিচের কোডটি copy করে post এর html mode এ গিয়ে code টি past করুন। তারপর যে অংশের জন্য সিলেক্টর enable করতে চান তার tag name বা class name অথবা id name টি blockquote এর স্থানে type করুন
এখন শুধুমাত্র নির্দিষ্ট tag বা class বা id এর মধ্যকার content copy হবে। অন্য কোনো কিছু copy হবেনা