ব্লগার ওয়েবসাইটের ডোমেইনকে যেকোনো ডোমেইনে রিডাইরেক্ট - Redirect blogger website domain to any domain
আমাদের অনেক সময় ডোমেইন পরিবর্তন করার প্রয়োজন পরে। কিন্তু যখন আমরা ডোমেইন পরিবর্তন করি, তখন আগের ভিজিটর গুলোকে হারিয়ে ফেলি। যা আমাদের ওয়েবসাইটের ট্রাফিকের উপর প্রভাব ফেলে।
তাহলে কি আমরা কখনোই ডোমেইন পরিবর্তন করবো না? অবশ্যই করবো তবে খুব জরুরী প্রয়োজন ছাড়া করবো না। আর এতে করে আমাদের ভিজিটর যেন না কমে আজ সেয়ার করবো সেই ট্রিকস।
প্রথম ডোমেইন নাম পরিবর্তন করুন, তারপর আগের ডোমেইন নাম দিয়ে আর একটি ওয়েব সাইট খুলে Theme এ ক্লিক করুন
তারপর এখানে এই এ্যারোতে ক্লিক করুনতারপর Edit HTML ক্লিক করুন
তারপর প্রথমে নিচের বক্সে যেই ডোমেইনে রিডাইরেক্ট করতে চান, বা নতুন ডোমেইনটি পেস্ট করে Get এ ক্লিক করুন তারপর কোডটি কপি করুন
Blogger Domain Redirect Script Generator
এই পদ্ধতিতে আপনি আপনার পুরোনো ওয়েব সাইট থেকে বা আপনা বন্ধুর থেকে ট্রাফিক নিতে পারেন তাছাড়া একটি ওয়েবসাইটে একাধিক সাবডোমেইন ব্যাবহার করতে পারেন। এই ডোমেইন টি ভিজিট করে সরাসরি প্রমান দেখে নিনঃ https://easytakeweb.blogspot.com