Best Live TV Movie and FTP Website - বেস্ট অনলাইন টিভি এবং মুভি ডাউনলোডিং ওয়েবসাইট

Best Live TV Movie and FTP Website - বেস্ট অনলাইন টিভি এবং মুভি ডাউনলোডিং ওয়েবসাইট

full-width
টিভি বিনোদনের অন্যতম একটি প্রধান মাধ্যম, এছাড়াও তথ্য আদান প্রদানের জন্য এর ভূমিকা সবচেয়ে বেশি। আমাদের সবার বাড়িতেই টিভি রয়েছে কিন্তু সবাই যেটি দেখছে আপনি সেটি না দেখে যদি অন্যকিছু দেখতে চান, অথবা জরুরী প্রয়োজনে আপনাকে যদি আপনার বাসার বাইরে যেতে হয়, আবার যদি আপনি আপনার পছন্দের অনুষ্ঠানটি উপভোগ করার সময় বিদ্যুত চলে যায়। তাহলে কি আপনার পছন্দের অনুষ্ঠানটি মিস করবেন? না করবেন না। এখন হয়তো খরচের কথা ভাবছেন? না এরজন্য আপনাকে বাড়তি কোনো খরচ করতে হবেনা। এর জন্য আপনার হাতে থাকা স্মার্টফোন আর যেকোনো একটি ডেটা প্যাক।

এখন আসি মূল প্রসঙ্গে, স্মার্টফোন এমবি সবি আছে কিন্তু এখন টিভি দেখবেন কিভাবে? চিন্তার কোনো কারন নেই, আমি আজ আপনাদের এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে আপনি লাইভটিভি, মুভি দেখা এবং ডাউনলোড করা সহ অনলাইনে গেমস খেলার সুবিধা, তাও আবার খুব সহজেই। 

Favorite Web TV

প্রথমে যেকোনো একটি Browser যেমন Chrome, Mozilla Firefox অথবা আপনার মোবাইলের ডিফল্ট ব্রাউজার, তারপর এই http://favoritewebtv.blogspot.com এই ওয়েবসাইটটি ভিজিট করুন, অথবা এই http://bdwebtv.blogspot.com এই ওয়েবসাইটটি ভিজিট করুন এবং উপভোগ করুন সবকিছু একদম ফ্রিতে।

সুবিধাঃ
  • এই ওয়েবসাইটটি মোবাইল, পিসি এবং স্মার্ট টিভি ফ্রেন্ডলি।
  • এখানে ফ্রিতে সবচেয়ে বেশি লাইভ টিভি চ্যানেল দেখতে পাবেন।
  • নতুন পুরাতন সবধরণের মুভি দেখতে এবং ডাউনলোড করতে পারবেন।
  • ভূত এফএম এর মতো জনপ্রিয় সব রেডিও প্রোগ্রাম ফ্রী শুনতে পারবেন।
  • পছন্দের টিভি চ্যানেল বা মুভি না পেলে তারজন্য রিকোয়েষ্ট পাঠাতে পারবেন।
  • তাছাড়াও রয়েছে জনপ্রিয় লাইভ টিভি, মুভি, গেমস এবং FTP & CDN Server.
  • খুব শ্রীঘ্রই রিকোইস্ট গ্রহন এবং রিসপন্স এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়।

অসুবিধাঃ
  • কোনো কোনো ব্রাউজারে সাপোর্ট নাও পেতে পারে।
  • কোনো কোনো চ্যানেল ডিজেবল হওয়ায় না চলতে পারে।
  • এ্যাড ব্লকার চালু থাকলে সমস্য হতে পারে।

করণীয়ঃ
  • কোনো ব্রাউজারে টিভি বা মুভি প্লে না হলে ব্রাউজারটি পরিবর্তন করুন।
  • এ্যাড ব্লকার ডিজেবল করুন।
  • সমস্যাটি কমেন্ট করে অথবা কন্ট্যাক্ট করে জানান।

Hi I am Md Abdullah Al Muti, web design is my hobby. I like learning and teaching coding. facebook youtube email

Related Articles

0 Comments: