অবসর সময়কে আনন্দময় করতে আমরা সবাই মোবাইলে গেমস খেলে থাকি। কিন্তু এই আনন্দের মাঝে বাধা হয়ে দাঁড়ায় এ্যাড। তাই আমরা আপনাদের বাধাহীন বিনোদনের জন্য নিয়ে এসেছি এড ফ্রি এপস। এই এপসটিতে আছে একাধিক গেমস। এতে আপনি একটি গেমস খেলে বোর হলে অন্য গেমস খেলতে পারবেন। তবে ভয়ের কোনো কারণ নেই কারণ এটি অত্যন্ত কম মেগাবাইট এর। তাই যেকোনো মোবাইলে ইনস্টল করে গেমস টি উপভোগ করতে পারবেন।